Bangla News Dunia Desk : ‘মোদি আমার খুব ভালো বন্ধু। তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মোদিও জানিয়ে দিলেন, তিনিও ট্রাম্পের ইতিবাচক বক্তব্যের প্রতিদান দেবেন। তাহলে কি ভারত এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করল?
রাশিয়া থেকে ভারত তেল কেনায় ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। ট্রাম্পের ধারণা ছিল অতিরিক্ত শুল্ক বসালে আমেরিকার চাপের কাছে আত্মসমপর্ণ করবে মোদি সরকার। কিন্তু ভারত সেই পথে পা না বাড়িয়ে সম্পর্ক মধূর করেছে প্রতিবেশী দেশ চিনের সঙ্গে। সম্প্রতি এসসিও সম্মেলনে একছাতার নীচে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
সেই সময় মোদি-পুতিন-জিনপিঙের একটি ছবি পোস্ট সমাজমাধ্যমে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। লিখেছিলেন, ‘‘ভারত আর রাশিয়াকে আমরা চিনের অন্ধকারে হারিয়ে ফেললাম। ওদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’’ কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ফের মতবদল করে ভারতের প্রতি নমনীয় মনোভাব পোষণ করেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘‘ভারতকে হারিয়ে ফেলিনি তো! মোদি আমার খুব ভাল বন্ধু, সব সময় সে বন্ধুত্ব থাকবে। উনি খুব ভাল প্রধানমন্ত্রী। আমেরিকা এবং ভারতের মধ্যে বিশেষ একটা সম্পর্ক রয়েছে। ভয়ের কিছু নেই।’’
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরেই ট্রাম্পের অবস্থানের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। শনিবার সকালে দু’লাইনের বার্তা দিয়ে একটি পোস্ট করেছেন মোদি। লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওঁর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব।’’ এর পরের বাক্যে মোদি বলেন, ‘‘ভারত এবং আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারি রয়েছে।’’