পুজোর মুখে অশনি সংকেত !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

সকাল সকাল টকটকে আকাশ রোদ ঝলমলে। মধ্যবর্তী জেলা জেলাও বৃষ্টির রেশ টানিয়েছে। গত পর্যন্তও ছিল মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি। সাধারণ ছিল সাধারণের থেকে কম। শেষ বাংলা থেকে বিদায় স্বীকার নিম্নচাপ। ছত্তিসগড় হয়ে শীর্ষস্থানীয় তা মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে বলে জানা যাচ্ছে। তবে স্বস্তি এখনও ফেরেনি। সেপ্টেম্বরে শুধু বাংলা নয়, গোটা দেশ বড়ষ্টির পূর্বাভাস ভারস মৌসম ভবন।

জানা যাচ্ছে, সপ্তাহে সপ্তাহে কমপ্লিট স্টাইল সেটের শেষের দিকে প্রভাব পড়তে শুরু করবে। মৌসম ভবন থেকে ব্যাখ্যার পরিস্থিতির যে মানচিত্র করা হয়েছে, তা পরিষ্কার ঠিক কতটা বৃষ্টি হবে। এমনকী দুর্গা মূর্তির মাটি শুকোবে কি না, তা নিয়ে চিন্তায় নারী মৃৎ গিরা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন