ফের শিরোনামে খাস কলকাতা! তরুণীকে ‘গণধর্ষণ’

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia Desk : ফের খবরের শিরোনামে খাসকল ( কলকাতা )। এই জন্মদিনের পার্টিতে ( জন্মদিনের পার্টি ) গিয়ে গণধর্ষণ শিকার শিকার এক তরুণী ( গণধর্ষণের মামলা )। চরিকার প্রচারটি প্রচার হরিদেবপুরে। সপ্তাহে হরিদেবপুর অভিযোগ অভিযোগ করেছেন নির্যাতিতা তরুণী। অভিযোগের গণধর্ষণের প্রশ্ন রুজু করে পুলিশ শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তরা পলাতক জানায়।

পুলিশ খবরে খবর, রাতের বেলা রিজেন্ট পার্কে একটি ফ্ল্যায় জন্মদিনের পার্টিতে গিয়ে আনন্দ তরুণী। অভিযুক্ত একই তাঁকে অন্য তরুণের ফ্ল্যাটে নিয়ে যান। তারপর সেখানেই ডাকা তরুণীকে গণধর্ষণ বলে অভিযোগ। এমনকি দীর্ঘক্ষণ ধরে ধরে রাখা হয়েছে তাঁর। নমতে বাড়িতে থেকে ফিরেই পরিবারকে সবটা জানান নির্যাতিতা। তারপর শনিবার পুলিশ অভিযোগ করেন। ধারাই ধারায় অভিযোগ রুজু করেছে পুলিশ। পলাকযুক্ত অভিযুক্তদের খোঁজে জোরকদমে ভিডিও তল্লাশি সম্পূর্ণ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন