বর্তমানে আপনারা শ্রমশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ফর্ম জমা করছেন পরিযায়ী শ্রমিকের।
কিন্তু আপনাদের আবেদন বর্তমানে কি অবস্থায় রয়েছে আপনার আবেদনটি বাতিল হলো কিনা আপনার আবেদনটি গ্রহণ করা হলো কিনা কিভাবে আপনারা অনলাইনে মোবাইল থেকে স্টেটাস চেক করবেন আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।
Shyamashree Status Check
শ্রমশ্রী প্রকল্পে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন:-
১) ভ্রমণ ভাতা (Travel Assiestent) স্বরূপ শ্রমিকটি বাড়ি ফিরে আসলেই সাথে সাথে ৫০০০ টাকা দেওয়া হবে ।
২) যতদিন না পর্যন্ত কাজ পাচ্ছে শ্রমিকটি ততদিন প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে 12 মাস পর্যন্ত ।
৩) শ্রমিকটিকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে, কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হবে, স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করা হবে ।
৪) শ্রমিকটি যদি কোন ব্যবসা খুলতে চাই বা কোন কাজ করতে চাই তার জন্য লোনের ব্যবস্থা করা হবে ।
৫) শ্রমিকটিকে জব কার্ডের (job card) কাজ দেয়া হবে ।
৬) শ্রমিকের ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনার সুবিধা দেয়া হবে , তাদেরকে স্কলারশিপ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেয়া হবে।
পরিযায়ী শ্রমিকের আবেদনের স্ট্যাটাস চেক (Parijayee Shramik Status Check) :-
১) সবার প্রথমে আপনারা এই লিঙ্কে ক্লিক করুন CLICK HERE
২) তাহলে আপনারা কর্মসাথী পরিযায়ী শ্রমিকের ওয়েবসাইটে পৌঁছে যাবেন ।
৩) ওয়েবসাইটের ভেতরে ইউজার লগইন / রেজিস্ট্রেশন (User Login/ Registration) এই অপশনটিতে ক্লিক করুন


৪) তারপর আপনার সামনে লগইন ফর্ম (Login Form) খুলে যাবে
৫) লগইন এস ( Login as) অপশনে বেনিফিসারি (Beneficiary) সিলেক্ট করুন । ইউজার নেম অপশনে আপনার ফোন নাম্বারটি দিবেন । তারপর জেনারেট ওটিপি (Generate OTP) অপশনে ক্লিক করবেন ।


৬) তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার ওটিপির (Enter OTP) ঘরে বসিয়ে Authenticate) অপশনে ক্লিক করবেন ।
৭) তারপর আপনার সামনে কর্মসাথী ওয়েবসাইটের ড্যাশবোর্ড খুলে যাবে


৮) আপনারা ক্লেম এপ্লিকেশন ( Claim Application ) অপশনে ক্লিক করবেন তাহলেই আপনার রেজিস্ট্রেশন এপ্রুভ হয়েছে কিনা দেখিয়ে দেবে