Bangla News Dunia Desk : মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে ওডিশা উপকূল দিয়ে বঙ্গোপসাগরে রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। উত্তরে দুর্যোগ চললেও আপাতত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী আপডেট দিল হাওয়া অফিস?
উত্তরবঙ্গে (North Bengal Weather Update) দুর্যোগ চলবে সপ্তাহজুড়ে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি (Rain)। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, এদিন শুকনো থাকতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) অধিকাংশ জেলা। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার আগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাড়তে পারে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার থেকে ফের হাওয়া বদলের ইঙ্গিত দক্ষিণবঙ্গে।