শাশুড়িকে নিয়ে স্টেশনে পা দিতেই জামাইয়ের গলার চেন উধাও! আজব কাণ্ড রামপুরহাট স্টেশনে

By Bangla News Dunia Dinesh

Published on:

শাশুড়িকে জোরে চাপে যেতে সোনার গয়না চিনতাই হল জামাইয়ের। শুরুটি বীরভূমের রামপুরহাটে। নিত্যদিন রামপুরহাট করে (রামপুরহাট স্টেশন) উঠছে তাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন।

সোমবার সকাল শাশুড়িকে নিয়ে রামপুরহাট–অন্ডালে গিয়েছিলেন প্রাথমিক শিক্ষক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। ভিড় ঠেলে শাশুড়িকে কেন্দ্রে চাপতে পিছন থেকে গলার সোনার চেন ধরেছেন দৌড়ে দিচ্ছেন। বাপ্পাদ্য বাবু বলেন, ‘কেছে পুলিশ ছিল কিন্তু নিষ্ক্রিয়। সিটিভি (সিসিটিভি) রয়েছে। কিন্তু রেল পুলিশের কথায়ও অকেজো। ফলে নিরাপত্তা নিরাপত্তা ভুঁইয়েছেন রামপুরহাট তার ট্রেন ধরতে আসারা। জিআরপির কাছে শুধুমাত্র অভিযোগ করা হল। কিন্তু আমরা কাজকে মনে করি না।’ মাসখানেক আগেও একই আবহাওয়ায় উঠতে গিয়ে দু’জনের মোবাইল আমিনতাই হয়। তাদের মধ্যে একজন বলেন, ‘মাসেক আগে নতুন মোবাইল চিনতাই হয়। অভিযোগ করে। কিন্তু কারণ লাভ হয়নি।

মধ্যবর্তী নিত্যদিন শুরু হয়েছে আমিনতাইয়ের রক্ষী রামপুরহাটের জিআরপি ওসি (জিআরপি ওসি) নিত্য রঞ্জন দাস বলেন, পর্যাপ্ত কর্মীরা এ ধরনের ঘটছে’।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন