ভারতের ১.৪০ বিলিয়ন মানুষের জন্য একই সাধারণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে — “আধার কার্ড থাকলেই কি আপনি ভারতীয় নাগরিক?” — এই প্রশ্নটা আবার নতুন করে আলোচনার কেন্দ্র হয়ে দাড়িয়েছে সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে। বর্তমানে আমাদের দেশে আধার কার্ড প্রায় প্রতিটি সরকারি পরিষেবার সঙ্গে বাধ্যতামূলকভাবে সংযুক্ত থাকলেও, সুপ্রিম কোর্ট তা একেবারে স্পষ্ট করে দিল। আজকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে আধার কার্ডের ভুমিকা কী
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: নাগরিকত্ব ≠ আধার
আজ ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এক মামলার শুনানিতে ফের স্পষ্ট করে দেন, “আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। এটি শুধুমাত্র পরিচয় সনাক্তকরণের একটি উপায় মাত্র।”
তবে বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) এর ক্ষেত্রে আধার কার্ডকে ১২তম প্রমাণপত্র হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হলেও, আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, ভোটার কার্ড এবং নাগরিকত্বের মধ্যে মৌলিক পার্থক্য আছে।
এমনকি ২০১৮ সালের আধার মামলায় (Justice K.S. Puttaswamy vs Union of India) সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, UIDAI কর্তৃক ইস্যুকৃত আধার কার্ড কেবলমাত্র একটি ডিজিটাল পরিচয় হবে এবং এটি নাগরিকত্ব প্রতিষ্ঠার উপযুক্ত নথি হবে না।
তাহলে কীভাবে প্রমাণ হবে আপনি ভারতীয় নাগরিক?
এটাই মূল সমস্যা। আজকের দিনে আধার, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড— সবই সরকারি নথি হিসেবে গণ্য হলেও, কিন্তু এগুলোর কোনোটিই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় বলে আদালত স্পষ্ট করে দেয়।
নাগরিকত্ব প্রমাণ করার জন্য আদর্শ নথি কী হতে পারে?
- জন্ম শংসাপত্র (১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, ভারতের মাটিতে জন্ম হওয়া ও তা প্রমাণ করা হলে নাগরিকত্ব স্বীকৃত দেওয়া হবে)
- পিতা-মাতার নাগরিকত্বের প্রমাণ থাকলে
- নাগরিকত্ব সনদ (Naturalization, Registration) থাকলে
- পূর্ববর্তী পাসপোর্ট বা নাগরিকত্ব সংক্রান্ত সরকারি আদেশ অনুযায়ী
এই নথিগুলি ছাড়া, সাধারণত নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে যাবে।
সরকারি নীতিতে দ্ব্যর্থকতা: আধার বাধ্যতামূলক, কিন্তু প্রমাণ নয়?
সরকার প্রায় প্রতিটি পরিষেবার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করে তুলেছে ঠিকই কিন্তু নাগরিকত্ব নয়। খাদ্যশস্য বিতরণে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তকরণ থেকে শুরু করে আয়কর রিটার্ন জমায় প্যান-আধার লিঙ্কিং, এমনকি স্কুলে ভর্তি, বাচ্চার জন্মনিবন্ধন করা, গ্যাস সংযোগ নেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা— সব ক্ষেত্রেই আধার অপরিহার্য একটি নথি ।
তবে যখনই নাগরিকত্বের প্রমাণের কথা আসে, তখন বলা হচ্ছে আধার কার্ড যথেষ্ট নয়।
এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবী ও নাগরিক অধিকার কর্মীগন। অনেকেই বলছেন, “সরকার আধারকে বাধ্যতামূলক করেছে অথচ নাগরিকত্ব প্রমাণে তার স্বীকৃতি একদমই নেই — এটা সংবিধানবিরোধী নয় কি?”