কলকাতায় আসছেন মোদী-রাজনাথ-ডোভাল ! কি ঘটতে চলেছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কোমর বাঁধতে শুরু করেছে সব রাজনৈতিক দলই। এই আবহে ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কম্যান্ড কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে শুধু মোদী নন, তাঁর সঙ্গেই থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

কলকাতার ফোর্ট উইলিয়ামই পূর্বাঞ্চলীয় সেনা সদর। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কম্বাইন্ড কম্যান্ড কনফারেন্স। মোদী এবং রাজনাথ সিং ছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান অনিল চৌহানও। তিন বাহিনীর প্রধানও কনফারেন্সে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

ফোর্ট উইলিয়ামে এমন নিরাপত্তা বৈঠক শেষ কবে হয়েছে, মনে করতে পারছেন না সমর বিশেষজ্ঞরা। তবে ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তাঁরা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার কারণে পূর্ব প্রান্তকে আরও সুরক্ষিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এমনটাই মনে করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন