Bangla News Dunia Desk : সংসদের নিম্ন কক্ষ লোকসভা এবং উচ্চ কক্ষ রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি নির্বাচকমণ্ডলী বা ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরি করা হয়। এই নির্বাচকমণ্ডলীর মধ্যে রয়েছেন রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সাংসদ, ১২ জন মনোনীত সাংসদ এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সাংসদ। যদিও রাজ্যসভায় ছ’টি আসন খালি থাকায় ৭৮১ জন সাংসদকে নিয়ে নির্বাচকমণ্ডলী তৈরি হওয়ার কথা। কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এবং নবীন পট্টনায়কের বিজু জনতা দল (বিজেডি) ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। সেই অঙ্ক মাথায় রাখলে ৭৭০ জন সাংসদের ভোটই নির্ধারণ করে দেবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন।
৭৮১ জন সাংসদকে নিয়ে নির্বাচকমণ্ডলী তৈরি হলে উপরাষ্ট্রপতি নির্বাচনে জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগার হবে ৩৯১। আর ৭৭০ জনকে নিয়ে নির্বাচকমণ্ডলী তৈরি হলে, জাদুসংখ্যা হবে ৩৮৬। খাতায়কলমে শাসকজোট এনডিএ-র পক্ষে রয়েছে ৪২৫টি ভোট। জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস এনডিএ সমর্থিত প্রার্থীকে সমর্থন করলে এই সংখ্যাটা ৪৩৬ হবে। তা ছাড়া আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার বিক্ষুব্ধ সাংসদ স্বাতী মালিওয়ালও এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনকে সমর্থন করতে পারেন বলে মনে করা হচ্ছে। এনডিএ সমর্থিত প্রার্থীকে ভোট দেবেন নীতীশ কুমারের দল জেডিইউ, চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপি, শিবসেনা, অজিত পওয়ারের শিবসেনার সাংসদেরা।
অন্য দিকে, খাতায়কলমে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র পক্ষে রয়েছে ৩২৪ জন সাংসদের ভোট। সুদর্শন রেড্ডিকে ভোট দেবেন ডিএমকে, জেএমএম, আরজেডি, উদ্ধব ঠাকরের শিবসেনা, তৃণমূল এবং বাম দলগুলির সাংসদেরা। অরবিন্দ কেজরীওয়ালের আপ এবং আসাদুদ্দিন ওয়েইসির এআইএমআইএম (মিম) আগেই জানিয়েছিল, তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে সুদর্শন রেড্ডিকে সমর্থন করবে।