বালি পাচার কাউন্টার ফের রাজ্যে হানা দিল ইডি (ইডি রেইড)। মেদিনীপুর বালি মালিকের বাড়ি উদ্ধার হল ৬৫ লক্ষ টাকা। আরও গোপীবল্লভপুরে আরও বাড়ি থেকে উদ্ধার হল ২৫ লক্ষ টাকা বলে প্রমাণকারী সংস্থা এক ব্যক্তি ইবদি জানাতে খবর।
মেদিনীপুর শহর সংলগ্ন শিরোমণি ৫ নম্বর নম্বরের অন্তর্গত যমুনাবলে মালিক সৌভ রায়ের বাড়িতে গাড়ি করে এসেছিলেন ইডি আধিকারিকেরা। প্রায় ১৪ ঘন্টা তল্লাশি বমের পর তার বাড়ি থেকে মোবাইল উদ্ধার হয় ৬৫ লক্ষ টাকা, বেশ কিছু নথি এবং ফোন। আরও গোপীবল্লভপুরের (গোপীবল্লভপুর) নয়াবসানে জিডি মাইনিং রাজনীতিক শেখ জহিরুল আলীর বাড়ি থেকে উদ্ধার হয় ২৫ লক্ষ টাকা। তবে স্থানীয়রা বলেছেন, আগে সাইকেল মিস্ত্রির কাজ করতে জহিরুল। পরে তিনি ভিলেজ পুলিশ চাকরি পান। পরবর্তীতে সকলকে উদযাপন করে বড় অট্টালিকা করেন। গ্রামবাসীরা।
ই প্রাথমিক অনুমান শব্দ খাদান (বালি খনন) নিয়ম বহির্ভূতভাবে বালি থেকে প্রাপ্ত হয়েছে। এরফলে নয়ছয় কোটি কোটি টাকা। আর এই আই আই নেতা মুনাফাকে অপরিবর্তিত তার উত্তরের সাথে প্রভাবশালী নাম দেখা যাচ্ছে