উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী NDA জোট !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

দেশের উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের উত্তরসূরি হতে চলেছেন সিপি রাধাকৃষ্ণন। এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সমর্থিত প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেছেন। শারীরিক অসুস্থতার কারণে গত ২১ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। এর পরেই তাঁর উত্তরসূরির খোঁজ চলছিল। মঙ্গলবার দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সকাল ১০টার আগেই সংসদে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই সবার প্রথমে ভোটদান করেন।

সংসদের নিম্ন কক্ষ লোকসভা এবং উচ্চ কক্ষ রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি নির্বাচকমণ্ডলী তৈরি করা হয়েছিল। রাজ্যসভায় ছ’টি আসন খালি থাকার কারণে ৭৮১ জন সাংসদকে নিয়ে একটি নির্বাচকমণ্ডলী তৈরি হওয়ার কথা থাকলেও কে চন্দ্রশেখর রাও এবং নবীন পট্টনায়কের দল ভোটদান না করার সিদ্ধান্ত নিয়েছিল। জানা গিয়েছে, ৭৬৭টি ভোটের মধ্যে রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট এবং রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট।

উল্লেখযোগ্য ভাবে, এ ক্ষেত্রে বিরোধী শিবিরের ভোটও পেয়েছেন রাধাকৃষ্ণন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন