হাইকোর্টে হার মানল তৃণমূল ! কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ করল উচ্চ আদালত

By Bangla News Dunia Dinesh

Published on:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) অশালীন কথা বলেছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ (Kartik Maharaj)। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। ‘মামলার কোনও সারবত্তা নেই’ বলে বুধবার মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার বেঞ্চ। সঙ্গে মামলাকারী সব্যসাচী দত্তকে জরিমানা দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন (Digha Jagannath Mandir) নিয়ে অশালীন কথা বলেছিলেন কার্তিক মহারাজ। এই অভিযোগে ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মানহানির মামলা দায়ের করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এদিন মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার বেঞ্চে। দুই পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, ‘এই মামলার কোনও সারবত্তা নেই। শুধুমাত্র আদালতের সময় নষ্ট করা হচ্ছে। তাই এই মামলা খারিজ করা হল। পাশাপাশি মামলাকারীকে ১১ হাজার টাকা জরিমানা দিতে হবে।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন