২০২৫ সালের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে ? পরের কিস্তির টাকা কবে পাবেন

By Bangla News Dunia Dinesh

Published on:

পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য সুখবর।কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে ? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা কৃষক বন্ধু পরের কিস্তির টাকা কবে পাবেন, এই সম্মন্ধে এই প্রতিবেদনে আলোচনা করা হবে। যারা Krishak Bandhu এর আগের কিস্তির টাকা ও পাননি তারা কিভাবে টাকা পাবেন, এবং যারা নতুন করে আবেদন করতে চান, তারা কিভাবে আবেদন করবেন, সেই বিষয়ে ও আলোচনা করা হবে।

🧾 কৃষক বন্ধু প্রকল্প কী এবং এর উদ্দেশ্য

কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা PM Kisan Yojana এর মতো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প মূলত রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান ও কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা আনার উদ্দেশ্যে তৈরি হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকরা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, যাতে তারা খরিফ ও রবি মরসুমে যথাযথভাবে চাষাবাদ করতে পারেন। প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান, যা তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করে। রাজ্যের কৃষি উন্নয়নে এই প্রকল্প একটি মাইলফলক হিসেবে কাজ করছে।

📝 আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র

এই প্রকল্পে নতুনভাবে আবেদন করতে চাইলে একজন কৃষককে সরকারি ওয়েবসাইট krishakbandhu.net -এ গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হয়। আবেদন ফর্মে নাম, ঠিকানা, জমির পরিমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি তথ্য দিতে হয়। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পাট্টা এবং ব্যাঙ্কের প্রথম পাতার কপি আপলোড করা বাধ্যতামূলক। অনলাইনেই আবেদন জমা দেওয়া যায় এবং ফর্ম যাচাইয়ের পর কৃষকের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। যাঁরা আগে থেকেই নথিভুক্ত, তাঁরা সহজেই নিজেদের তথ্য যাচাই ও আপডেট করতে পারেন।

💰 আর্থিক সহায়তা ও মরসুমি সুবিধা

এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুই দফায় অর্থ প্রদান করা হয় – খরিফ মরসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি মরসুমে অক্টোবর থেকে মার্চ। কৃষকের জমির পরিমাণ অনুযায়ী সহায়তার পরিমাণ নির্ধারিত হয়। ১ একরের কম জমির জন্য বছরে ৪,০০০ টাকা এবং ১ একর বা তার বেশি জমির জন্য বছরে ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এছাড়া প্রকল্পের অন্তর্ভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, যা প্রকৃতপক্ষে একটি সামাজিক নিরাপত্তার রূপ নেয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন