উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হয়েছে, এমনই দাবি উঠেছে এনডিএ শিবির থেকে ৷ দাবি করা হচ্ছে, প্রত্যাশার থেকে 14টি ভোট বেশি পেয়েছেন নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ৷ আর এই গুঞ্জনে ‘ইন্ডি’ জোটে ভাঙনের তত্ত্ব আরও জোরালো হচ্ছে ৷ যে বিতর্কে একপ্রকার হাত তুলে নিলেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার কলকাতায় ফিরে অভিষেক দাবি করলেন, তৃণমূল এর সঙ্গে জড়িত নয় ৷
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সকল সাংসদই উপস্থিত ছিলেন ৷ অসুস্থ হওয়া সত্ত্বেও সুদীপ বন্দোপাধ্যায় এবং সৌগত রায়ের মতো সাংসদরা ভোট দিয়েছেন ৷” উল্লেখ্য, বসিরহাটের সাংসদ হাজি নুরুলের মৃত্যুর পর, এই মুহূর্তে দুই কক্ষ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা একচল্লিশ ৷ সেদিক থেকে অভিষেক দাবি করেছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের 41টি ভোটই পেয়েছেন ‘ইন্ডি’ জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি ৷
তবে, ক্রস ভোটিং আদপে হয়েছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ ৷ তাঁর বক্তব্য, “ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠছে ৷ সেটা আদপে ক্রস ভোটিং, নাকি বাতিল হয়েছে ! যেহেতু সমস্ত প্রক্রিয়াটাই গোপন ব্যালটে হয়, তাই এটা বলা মুশকিল ৷ এক্ষেত্রে যেহেতু অনুমানের জায়গা রয়েছে, তাই অনেকে হয়তো এই নিয়ে নানানরকম জল্পনা করছেন ৷ তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয়, কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা সরাসরি বিজেপিকে সমর্থন করেছে ৷”














