‘নেপালের মতো হোক বাংলাতেও’, অর্জুনের ‘প্ররোচনামূলক’ মন্তব্যে বিতর্ক

By Bangla News Dunia Dinesh

Published on:

নেপালের (Nepal) মতো পরিস্থিতি হওয়া উচিত বাংলাতেও। এমনই বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। এরপরই হিংসায় প্ররোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যারাকপুরের প্রায় সবক’টি থানায় মামলা করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। ইতিমধ্যেই কয়েকটি থানায় অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে (FIR)।

নেপালের সরকারের দুর্নীতির বিরুদ্ধে সে দেশের যুবসমাজ যেভাবে গর্জে উঠেছে, সেই উদাহরণ টেনে বাংলাতেও এমনটা হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। তাঁর কথায়, ‘কবে বাংলার যুবসমাজ জাগ্রত হবে রাজের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য! আমরা অপেক্ষায় আছি। বিনা রক্ত ঝরিয়ে কোনও দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকে বলেন গান্ধিজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাঁদের এই কথা বিশ্বাস করি না।’ এরপরই বিজেপি নেতা আরও বলেন, ‘বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক। সেখানে ১৮ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীরা যা সাহস দেখিয়েছেন, তা বাংলাতেও দরকার রয়েছে। যেদিন বাংলার যুবসমাজ জাগ্রত হবে, আমাদের মতো লোকেদের ডাকলে প্রথম সারির থেকে নেতৃত্ব দিতে রাজি আছি।’

অর্জুনের এহেন মন্তব্যের জেরেই বিতর্কের সূত্রপাত। এনিয়ে পার্থ ভৌমিক কড়া আক্রমণ শানিয়ে বলেছেন, ‘অশিক্ষিতরা কথা বললে এরকমই বলে। নেপাল হল রাষ্ট্র আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য। আর বিজেপিশাসিত রাজ্যগুলিতেই বরং নেপালের মতো দুর্নীতির সমস্ত লক্ষণ রয়েছে। তা সত্ত্বেও আমরা কখনও বলব না নেপালের মতো ভারতের অবস্থা হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’ এরপরই পার্থর অভিযোগ, ‘বাংলায় এরকম ঘটুক বলে উনি এক প্রকার মুখ্যমন্ত্রীকেই খুন করার কথা বলেছেন।’ আর এরপরই ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, টিটাগড় সহ একাধিক থানায় অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন