জেন জেড বিক্ষোভে উত্তাল নেপাল। তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শোনা যাচ্ছিল বেশ কয়েকটি নাম। তাঁদের মধ্যে অন্যতম কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহ। কিন্তু তিনি নিজেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে চাইছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন্দ্র লিখেছেন, ‘দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আমি প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সমর্থন করছি।’ তিনি আরও লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন করাবে। ওই সরকারই নতুন করে দেশের জনগণের মতামত নেবে।’
অন্তর্বর্তী সরকারের প্রধান বেছে নিতে বুধবার আন্দোলনকারীরা কাঠমান্ডুতে আলোচনায় বসেছিলেন। কয়েক ঘণ্টা আলোচনার পর পাঁচ হাজারের বেশি আন্দোলনকারী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে বেছে নেন। সূত্রের খবর, শীঘ্রই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলার নাম ঘোষণা করতে পারে সেনা।