প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নন, নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে উঠে এল আরও একজনের নাম! শোনা যাচ্ছে, প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিং (Kulman Ghising) নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুন, এমনটাই চাইছেন আন্দোলনকারীরা। নেপালের (Nepal) অন্তর্বর্তী প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি।
১৯৯৪ সালে ঘিসিং দেশের বিদ্যুৎ বোর্ডে যোগ দিয়েছিলেন। তারপর থেকে নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। নেপালে বিদ্যুতের দীর্ঘমেয়াদি ঘাটতি দূর করার পেছনে তাঁর অবদান রয়েছে। সেই ঘিসিংকেই প্রধানমন্ত্রী পদের জন্য ‘জেন-জেড’-এর তরফে বেছে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
এদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানের দৌঁড়ে উঠে এসেছে সুশীলা কার্কি (Sushila Karki)-র নাম। গুরুত্বপূর্ণ এই পদের জন্য সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে চাইছিলেন আন্দোলনকারীরা। বুধবার এ নিয়ে কাঠমান্ডুতে আন্দোলনকারী পড়ুয়াদের বৈঠক হয়। তাঁর নাম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সে দেশের সেনা ঘোষণা করতে চলেছে বলেও শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, আন্দোলনকারীদের একাংশ মনে করছেন, ৭৩ বছর বয়সি সুশীলা বয়সজনিত কারণে এই পদের জন্য উপযুক্ত নন। তাছাড়া, প্রাক্তন প্রধান বিচারপতির প্রধানমন্ত্রী হওয়ায় নানা সাংবিধানিক বাধা রয়েছে। আর এবার উঠে এল ঘিসিংয়ের নাম।














