পাশ করে বুঝলাম ভুল করেছি’, নিয়োগের দাবিতে এবার পথে ২০২২ সালের টেট উত্তীর্ণরা

By Bangla News Dunia Dinesh

Published on:

 ফের চাকরিপ্রার্থীদের (TET Jobseekers) আন্দোলনে উত্তাল কলকাতার রাজপথ। ইন্টারভিউয়ের দাবিতে পথে নামলেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার দুপুরে রানি রাসমনি রোড থেকে শুরু করে ধর্মতলা পেরিয়ে বিধানসভা চত্বর পর্যন্ত উত্তাল হয়ে ওঠে। এসপ্ল্যানেড স্টেশনের কাছে আন্দোলনকারীদের আটকায় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে চাকরিপ্রার্থীরা ছুটতে থাকেন। পিছু দৌড়তে থাকে পুলিশও। একসময় বিধানসভার সামনে পৌঁছে গেটের মুখে বসে পড়েন চাকরিপ্রার্থীরা। পুলিশ-বিক্ষোভকারীদের প্রবল ধস্তাধস্তি শুরু হয়।

টেট (TET) উত্তীর্ণদের দাবি, টেট পাশ করে তাঁরা তিন বছর ধরে বসে আছেন। এখনও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। কবে ইন্টারভিউ হবে, তা-ও জানা নেই। চাকরিপ্রার্থীদের একাংশের কথায়, ‘পাশ করে বুঝলাম ভুল করেছি! সময়, শ্রম, অর্থ-সবকিছু নষ্ট করে দিল এই অনিশ্চয়তা।’ তাঁদের দাবি, ‘সরকার যদি সত্যিই নিয়োগে আন্তরিক হয়, তবে এতদিন কেন বসে আছে? হাজার হাজার শূন্যপদ থাকার পরও কেন আমাদের ভবিষ্যৎ অন্ধকার?’। এদিন আন্দোলনকে ঘিরে বিধানসভা চত্বর এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ (Police)। ইতিমধ্যে একাধিক চাকরিপ্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন