ভারতীয় জনসাধারণের কাছে রেশন কার্ড (Ration Card) অতি গুরুত্বপূর্ণ একটি নথি। বাজার দামের চাইতে স্বল্পমূল্যে দ্রব্যসামগ্রী পাওয়ার জন্য সাধারণ মানুষ ভরসা করেন এই কার্ডকে। এছাড়া বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায় এই কার্ড থাকলে। তবে রেশন কার্ড ব্যবহার করার নির্দিষ্ট কিছু নিয়মও আছে। মাঝেমধ্যেই সরকারের তরফে নতুন নিয়ম জারি করা হয়। আপনি যদি রেশনের গ্রাহক হন তবে অবশ্যই এই নিয়ম মেনে চলুন।
Ration Card New Rule 2025
দরিদ্র জনসাধারণের স্বার্থে সরকার রেশন প্রকল্প (Rationing System) চালু করেছে। বর্তমানে লাখ লাখ মানুষ রেশন ব্যবস্থার দ্বারা উপকৃত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অনেকের কাছে কার্ড থাকলেও তাঁরা রেশন তোলেন না। অনেকেই নিজেদের কার্ডকে ফেলে রাখেন। এই পরিস্থিতির সমাধান করতে সরকার ফের নতুন নিয়ম জারি করেছে।
এই কাজ না করলে বন্ধ হবে রেশন কার্ড!
খাদ্য দপ্তরের নতুন নিয়মে বলা হয়েছে, এবার থেকে টানা ছমাস রেশন না তুললে সেই কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। যদি কোনো রেশন গ্রাহক তাঁর নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছমাস ধরে না তোলেন, তাহলে সেই কার্ড নিষ্ক্রিয় হবে অথবা বন্ধও হয়ে যেতে পারে।
যদিও আগে এর জন্য দুমাসের সময়সীমা ছিল। কিন্তু বর্তমানে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রেশন ব্যবস্থা পরিচালনার জন্য খাদ্য দপ্তর সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে আগস্টে। আর সেখানেই নতুন নিয়মের বলা বলা হয়েছে। এই নিয়মের দ্বারা রেশন ব্যবস্থায় কড়া হচ্ছে প্রশাসন।