নিজেদের মধ্যেই মতানৈক্য ! নেপালে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নিয়ে সংঘাতে জড়ালেন আন্দোলনকারীরা

By Bangla News Dunia Dinesh

Published on:

নেপালে গণবিক্ষোভের আবহে পরিস্থিতি এখনও উত্তপ্ত। সূত্রের খবর, বৃহস্পতিবারও কাঠমান্ডুর ভদ্রকালিতে নেপালি সেনার সদর দপ্তরের বাইরে ‘জেন জি’ (Gen Z) বিক্ষোভকারীদের মধ্যে অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচন নিয়ে বিবাদ চরম আকার ধারণ করে। প্রসঙ্গত, শুরুর দিকে এই বিক্ষোভের মূল লক্ষ্য ছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু বুধবার সন্ধ্যায়ও বিক্ষোভকারীরা নেতৃত্ব নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে বৃহস্পতিবার প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি (Sushila Karki) এবং কাঠমান্ডুর মেয়র বালেন শাহের (Balen Shah) সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।

জনৈক একটি সংবাদমাধ্যম প্রথম এই খবর প্রকাশ করে। একটি ছবিও (ছবির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) প্রকাশ করে তাঁরা, যেখানে দেখা যায় একজন বিক্ষোভকারী অন্যজনকে ঘুষি মারছে। প্রকাশিত প্রতিবেদনটি অনুযায়ী, একদল যুবক এদিন প্রাক্তন প্রধান বিচারপতি কারকিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করার বিরোধিতা করে স্লোগান দিলে সংঘর্ষ শুরু হয়। কারকি ও বালেন শাহের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাদের সঙ্গে যোগ দেয় ধারানের মেয়র হরকা সাম্পাঙের (Harka Sampang) কিছু অনুগামীও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নেপালি সেনাবাহিনীর সদস্যরাও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়।

অপরদিকে নেপালের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল (Ram Chandra Paudel) দেশব্যাপী চলতে থাকা এই সংকটময় পরিস্থিতিতে শান্তির আবেদন জানিয়েছেন। তিনি একটি বিবৃতিতে বলেন, “আমি এই কঠিন পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সমাধানের পথ খুঁজছি। আমি সব পক্ষকে আশ্বস্ত করছি যে, বিক্ষোভকারীদের দাবি-দাওয়া দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং সবাইকে সংযত থেকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন