দুর্গাপুজো শুরুর আগেই বাড়ি থেকে সরিয়ে দিন কয়েকটি জিনিস ! না হলে বাড়বে সমস্যা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

surjo in astrology

দুর্গাপুজো শুরুর আগেই বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এই জিনিসগুলি বাড়িতে থাকলে তা নেগেটিভ এনার্জি তৈরি করে। এই অশুভ শক্তি আপনার ঘরে পুঞ্জীভূত হয়ে থাকলে তাতে রুষ্ট হবেন দেবী দুর্গা। এর ফলে দেবীর রোষে নানা বিপদ বাড়তে পারে জীবনে। বিশেষ করে বাস্তু অনুসারে এই সামগ্রীগুলি দারিদ্র্যের লক্ষণ। তাই মা দুর্গা মর্ত্যে আসার আগে এই জিনিসগুলি আপনার ঘরে থাকলে তা অবশ্যই সরিয়ে ফেলুন। তাহলেই জগত্‍ জননী জগদম্বা আপনার প্রতি তুষ্ট হবেন। দেখে নিন দুর্গাপুজো শুরুর আগে কোন কোন জিনিস ঘর থেকে সরাতে হবে।

ভাঙা মূর্তি
ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনও দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুবই অশুভ। তাই কোনও মূর্তি ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। আপনার ঘরেও কোনও ভাঙা মূর্তি থাকলে দুর্গাপুজোর আগেই তা জলে ভাসিয়ে দিন। তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না। মনে রাখবেন বাড়িতে ভাঙা মূর্তি রাখলে তা আপনার দুশ্চিন্তার কারণ হবে।

বন্ধ ঘড়ি
আপনার বাড়িতে কি কোনও বন্ধ ঘড়ি আছে? জ্যোতিষ অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা অশুভ শক্তির সৃষ্টি করে। তাই ভুলেও বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না। দুর্গাপুজো শুরুর আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুন। না হলে দেবী দুর্গার রোষে আপনার জীবনে নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে।

পেঁয়াজ রসুন
নবরাত্রি চলাকালীন পেঁয়াজ রসুন-সহ যে কোনও আমিষ খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এই সময় বাড়িতে পেঁয়াজ রসুন বা অন্য কোনও আমিষ খাবার রাখবেন না। এই সময় পুরোপুরি সাত্ত্বিক আহার করতে পারলেই সবচেয়ে ভালো হয়।

পুরোনো চটি-জুতো
যে জুতো বা চটি আপনি আর ব্যবহার করেন না, সেগুলি বাড়িতে জমিয়ে রাখবেন না। এর থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। এই নেগেটিভ এনার্জি আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই বাড়িতে অব্যবহৃত চটি জুতো থাকলে তা সরিয়ে ফেলুন এখনই। সেগুলি অন্য কারও ব্যবহারের উপযোগী হলে দান করে দিন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন