দেশের সরকার জনসাধারণের সুবিধার্থে বেশ কিছু জনপ্রিয় প্রকল্প চালু করেছে। আর তার মধ্যে অন্যতম PM Viswakarma Yojana. এই প্রকল্পটি কারিগরদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাঁরা এই প্রকল্পের দ্বারা সুবিধা পান তাঁদের সরকারি তরফে আর্থিক সুবিধা পাঠানো হয়। অনেকেই এই প্রকল্পের সম্পর্কে জানেন আবার অনেকেই এই প্রকল্প (Government Scheme) সম্পর্কে বিস্তারিত জানেন না। তাঁদের অবশ্যই আজকের প্রতিবেদন পড়ে নিতে হবে।
PM Viswakarma Yojana Scheme 2025
বর্তমানে দেশে অনেকগুলি সরকারি প্রকল্প রয়েছে। যার দ্বারা সাধারণ মানুষ সুবিধা পান। ভারত সরকার দ্বারা পরিচালিত এমন একটি প্রকল্প সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আর সেই প্রকল্পটি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Viswakarma Yojana). এই যোজনার সঙ্গে যুক্ত দেশের বিপুল সংখ্যক মানুষ। প্রচুর মানুষ এর দ্বারা উপকৃত হয়েছেন। আগামী দিনেও এই স্কিমে বহু মানুষ উপকার পাবেন বলে ধারণা করা হচ্ছে।
PM Viswakarma Yojana Benefits
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে (PM Viswakarma Yojana) আপনি যদি আবেদন করেন তাহলে কি কি সুবিধা পাবেন? প্রধানত এই স্কিমের সুবিধা ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেওয়া হয়ে থাকে। আপনি এই স্কিমে ৫০০ টাকা স্টাইপেন্ড পাবেন। সঙ্গে পাবেন ঋণের সুবিধা।
এই প্রকল্পের আওতায় একজন ব্যক্তি সস্তা সুদে ঋণ পাবেন। এই প্রকল্পের সুবিধাভোগীদের ব্যবসা করার জন্য ১ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। যা মূলত কয়েক মাসের জন্য দেওয়া হয়ে থাকে। তারপর আগের ঋণের টাকা শোধ করে দিলে অতিরিক্ত ২ লক্ষ টাকা ঋণ পেতে পারেন।
PM Viswakarma Yojana Application
আপনি যদি এই স্কিমে যোগদান করতে চান তবে কিভাবে আবেদন জানাবেন দেখে নিন। একজন ব্যক্তি এই প্রকল্পে (Government Scheme) অফলাইন ও অনলাইন উভয় ভাবেই করতে পারবেন। অনলাইন আবেদনের জন্য তাঁকে ভিজিট করতে হবে বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর ক্লিক করুন ‘লগইন’ বিভাগে। লগইন করে নিন। তারপর সব তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন, দরকারি নথি আপলোড করুন। তারপর শর্তাবলী মেনে নিয়ে ও আবেদনপত্রটি একবার চেক করে নিয়ে উক্ত সাইটে সাবমিট করে দিন।