ফের দুর্যোগের পূর্বাভাস একাধিক জেলায়, কী বলছে ওয়েদার রিপোর্ট ?

By Bangla News Dunia Dinesh

Published on:

শনিবার দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাতের (Rain) পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অপেক্ষাকৃত বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই উলটো। আবহাওয়া (Weather Update) নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

এদিন উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে শনিবার অর্থাৎ মহালয়ার আগের দিন ফের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

এদিকে গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলিতে। গতকাল একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। তবে অস্বস্তি বেড়ে গিয়েছে আরও কয়েকগুণ। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার অবশ্য ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। নয় জেলা- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন