মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বাম-কংগ্রেস জোটের দখলে থাকা লালগোলা পঞ্চায়েত সমিতির আতমা কমিটির নির্বাচনে জয়ী হয়ে, চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হলেন তৃণমূল প্রার্থী নির্ঝর সিংহ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে। এমন বিচিত্র সমীকরণ তৈরি হওয়ায় হতবাক খোদ শাসক শিবির। কারণ এটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বাম-কংগ্রেস জোটের দখলে থাকা একমাত্র পঞ্চায়েত সমতি।
এদিনের নির্বাচনে ২৯ জন ভোটদাতার মধ্যে ২৪ জন ভোটদানে অংশগ্রহণ করেন। ফলাফলে বাম-কংগ্রেস জোটের প্রার্থী রবিউল ইসলাম ১০ ভোট পান। অন্যদিকে ১৪ ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তৃণমূল প্রার্থী নির্ঝর সিংহ। গুরুত্বপূর্ণ এই আতমা কমিটির মূল কাজ হল— কৃষকদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা। এতে জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমবায় সমিতির সদস্য সহ কৃষির সঙ্গে জড়িতরা ভোটদাতা বা সদস্য হিসেবে থাকেন।
এই বিষয়ে নির্ঝর সিংহ বলেন,”এর থেকে বোঝা যাচ্ছে মানুষ সর্বত্র তৃণমূলের সঙ্গেই রয়েছে। তা না হলে জেলায় বাম-কংগ্রেস জোটের দখলে থাকা একমাত্র পঞ্চায়েত সমিতির আতমা কমিটির নির্বাচনে তৃণমূলকে সকলে বেছে নিত না।” অন্যদিকে পরাজিত জোট প্রার্থী রবিউল ইসলাম বলেন, “কীভাবে এই ফলাফল হল তার পর্যালোচনা অবশ্যই দলীয় স্তরে করা হবে।”