শ্রেষ্ঠ 50টি ব্যবসা ! আয় 25,000 থেকে 2 লাখ , শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরীব, মহিলা-পুরুষ সকলের জন্য

By Bangla News Dunia Dinesh

Published on:

বর্তমান ব্যবসার যেভাবে সাধারণ মানুষের জনজীবনে প্রভাব বিস্তার করছে তাতে আগামী দিনে ব্যবসা ছাড়া মানুষ কিছুই ভাববে না। তাইতো আজকের প্রতিবেদনে এমন টপ ৫০ টি ব্যবসার আইডিয়া নিয়ে আসা হয়েছে যা ছেলে কিংবা মেয়ে, তরুণ কিংবা বয়স্ক, ধনী কিংবা গরিব সকলের জন্য সুযোগ থাকছে। তাহলে আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যবসার খোঁজ করে থাকেন এবং আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবসা এখনো খুঁজে পাননি তাহলে এটি আপনার জন্য। আসুন শেষ পর্যন্ত পড়ুন আপনার পছন্দমত ব্যবসা খুঁজতে –

আজকের এই প্রতিবেদনে যে টপ 50 টি ব্যবসার কথা বলতে যাচ্ছি, তা শুরু করতে পারলে মাসে ২৫০০০ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন

ঘরে বসে যেসব ব্যবসা সম্ভব – কম খরচে, বেশি লাভে

১. হোম বেকারি ব্যবসা

বিস্কুট, কেক, পেস্ট্রি বা মিষ্টান্ন তৈরির ব্যবসা করে বাজারে বিক্রি করে মাসে ₹১৫,০০০-₹৫০,০০০ পর্যন্ত আয় সম্ভব। বাড়ির রান্নাই হতে পারে আপনার ইনকামের অন্যতম মাধ্যম।

২. ক্লাউড কিচেন

বাড়িতে রান্না করে অনলাইন প্ল্যাটফর্মে খাবার বিক্রি করার কাজ করতে পারেন। Zomato বা Swiggy তে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করা সম্ভব।

৩. পাঁপড়-আচার ও হোমমেড খাদ্য প্রস্তুতি

ট্র্যাডিশনাল খাবারের প্রতি মানুষের আগ্রহ আজও অটুট রয়েছে। আচার, পাঁপড়, পাটালি ইত্যাদি তৈরি করে স্থানীয় দোকানে বা অনলাইনে বিক্রি করে ভালো আয় সম্ভব।

৪. টিফিন সার্ভিস

অফিস বা পড়ুয়াদের জন্য হেলদি হোমমেড টিফিন সার্ভিস দিয়ে আয় করার সুযোগ।

৫. সেলাই ও বুটিক

আপনার যদি কাপড় কাটার বা ডিজাইন করার দক্ষতা থেকে থাকে, তবে নিজস্ব বুটিক শুরু করে ভালো আয় করতে পারেন।

স্বাস্থ্য ও ওয়েলনেস সম্পর্কিত ব্যবসা – নারীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র

৬. যোগ ব্যায়াম শিক্ষকতা

যোগব্যায়ামের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ট্রেনিং নিয়ে নিজে শিক্ষক হতে পারেন বা অনলাইন ক্লাস নিয়ে আয় করতে পারেন।

৭. ডায়েট কনসালটেন্সি

স্বাস্থ্য সচেতন মানুষের জন্য সঠিক ডায়েট পরিকল্পনা তৈরি করে উপার্জনের দারুণ সুযোগ থাকছে।

৮. হারবাল পণ্য তৈরি

হোমমেড হারবাল সাবান, তেল, স্কিনকেয়ার পণ্য বানিয়ে অনলাইনে বিক্রি করে ভালো আয় করতে পারবেন।

৯. অর্গানিক ফুড প্যাকেজিং

দুধ, মধু, ঘি, দাল ইত্যাদি অর্গানিক পণ্য প্যাকেট করে বিক্রি করলে লাভজনক ব্যবসা গড়ে তুলতে পারেন।

১০. হেলদি স্ন্যাক্স তৈরির ব্যবসা

ডায়াবেটিক বা হেলথ কেয়ার স্ন্যাক্স বানিয়ে বিক্রি করে ভালো ব্যবসা করতে পারেন।

সৃজনশীলতা ও দক্ষতাভিত্তিক ব্যবসা

১১. হ্যান্ডক্রাফট ও গিফট আইটেম তৈরি

DIY উপহার, গ্রিটিং কার্ড বা ঘর সাজানোর সামগ্রী বানিয়ে বিক্রি করে ভালো মুনাফা করতে পারবেন।

১২. মোমবাতি তৈরি

সুগন্ধি মোমবাতি এখন শুধু আর আলো নয়, একটি স্টাইল স্টেটমেন্ট। এই ব্যবসা করলে ভালো আয় সম্ভব।

১৩. আর্ট, পেইন্টিং বা হ্যান্ডমেড ওয়াল ডেকর

আপনার আঁকার গুণ থাকলে, Etsy, Instagram-এর মাধ্যমে বিক্রি করতে পারেন। আপনার আর্ট হতে পারে সেরা সেরা আয়ের সুযোগ।

১৪. ফুলের ডেকোরেশন সার্ভিস

বিয়ের মণ্ডপ, বার্থডে পার্টি বা ঘর সাজানোয় এখন ফ্লাওয়ার ডেকর অনেক চাহিদাসম্পন্ন একটি ব্যবসা।

১৫. টেরাকোটা / ক্লে আর্ট তৈরি

পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে শহরের ঘরে  এর ব্যাপক চাহিদা– মাটির তৈরির পণ্যের চাহিদা সর্বত্র বিক্রি সম্ভব ।

শিক্ষা ও ট্রেনিং ভিত্তিক ব্যবসা

১৬. প্রাইভেট টিউশন

ছোটদের পড়ানোর দক্ষতা থাকলে, ঘরে বসেই টিউশন শুরু করতে পারেন এবং অনলাইনেও আয় করতে পারেন।

১৭. অনলাইন কোর্স তৈরি

কুকিং, লাইফ স্কিল, স্পোকেন ইংলিশের মতো টপিকে কোর্স বানিয়ে Udemy বা নিজের ওয়েবসাইটে বিক্রি করতে পারেন।

১৮. ডান্স / মিউজিক ক্লাস

সংগীত বা নৃত্যের অভিজ্ঞতা থাকলে এটি হতে পারে আপনার জন্য ভালো ইনকামের পথ।

১৯. ক্যারিয়ার গাইডেন্স ও পার্সোনাল ডেভেলপমেন্ট

স্টুডেন্টদের গাইডেন্স দিতে চাইলে আপনি অনলাইন কাউন্সেলিং শুরু করে ভালো আয় করতে পারেন।

২০. ডে কেয়ার সেন্টার

শহরের কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার আজ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে, তাই এই কাজ করতে পারেন।

আধুনিক ও অনলাইন নির্ভর ব্যবসা

২১. ইউটিউব চ্যানেল

কুকিং, ভ্রমণ, গল্প বা হেলথ টিপস নিয়ে ভিডিও বানিয়ে মনেটাইজ করে ভালো আয় সম্ভব ।

২২. ব্লগিং

ফুড, ফ্যাশন বা ফিটনেস ব্লগ চালিয়ে অ্যাডসেন্স বা স্পনসরশিপ থেকে ভালো ইনকাম করা যায়।

২৩. অ্যাফিলিয়েট মার্কেটিং

আপনার ফলোয়ারস থাকলে সেখানে অনলাইন শপিং লিঙ্ক শেয়ার করে পণ্য বিক্রি হলে কমিশন আয় করতে পারেন।

২৪. সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং

বিভিন্ন ছোট ব্যবসার সোশ্যাল মিডিয়া পরিচালনা করে ইনকাম করার সুযোগ থাকে।

২৫. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

ডেটা এন্ট্রি, ইমেল ম্যানেজমেন্ট ইত্যাদি সার্ভিস দিয়ে ঘরে বসেই ভালো আয় সম্ভব।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন