রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে ৫০ শতাংশ (US tariff) করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি রাশিয়ার থেকে তেল কেনা বাকি দেশের উপরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও শুল্ক আরোপের পরও ভাঁটা পড়েনি ভারত ও রাশিয়ার সম্পর্কে। আর এই আবহেই মস্কোর স্পষ্ট বার্তা, ভারত ও রাশিয়ার সম্পর্ক ভালোভাবেই এগিয়ে চলছে (India-Russia)। সেই সঙ্গে আমেরিকাকে সতর্ক করেও জানানো হয়েছে, ভারত ও রাশিয়ার সম্পর্ক নষ্ট করার যেকোনও প্রচেষ্টাই ব্যর্থ হতে বাধ্য।
রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘মস্কো ও দিল্লির সম্পর্ক স্থির এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।’ এমনকি রুশ তেল কেনা বন্ধ করতে আমেরিকা ও ন্যাটো সদস্য দেশগুলির ক্রমাগত চাপের মাঝেও দৃঢ় অবস্থানের জন্য এবং হুমকি সত্ত্বেও প্রতিশ্রুতি রাখার জন্য ভারতের প্রশংসাও করেছে রাশিয়া। সেই সঙ্গে জানিয়েছে, দুই দেশের দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক ও ঐতিহ্যের উপর ভিত্তি করেই এই অবস্থান নিয়েছে ভারত। রুশ আধিকারিকদের মতে, অংশীদারিত্ব হল সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্য এবং জাতীয় স্বার্থের প্রাধান্যকে অগ্রাধিকার দেওয়া। আর ভারতের এই দৃষ্টিভঙ্গি নির্ভরযোগ্য, অনুমানযোগ্য এবং আসল অর্থে কৌশলগত সম্পর্ককেই সমর্থন করে।
প্রসঙ্গত, মহাকাশ অভিযান, পারমাণবিক শক্তি থেকে শুরু করে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে। এদিকে ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট। তাই রাশিয়াকে চাপে ফেলতে ভারতের উপরে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন তিনি। কিন্তু তাতেও যে অটুট রয়েছে দুই দেশের সম্পর্ক সেটাই আরও একবার স্পষ্ট করল রাশিয়া।