দেশের সামরিক নেতৃত্বের সর্বোচ্চ স্তরের সম্মেলন ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোমবার বিজয় দুর্গে (সাবেক ফোর্ট উইলিয়াম) তিনদিনের এই কনফারেন্সের উদ্বোধন করেন তিনি। ১৭ তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। সেখানে থাকবেন ভারতের তিন সশস্ত্রবাহিনীর প্রধান, সেনার উচ্চপদস্থ কর্তারা।
গতকালই কলকাতায় (Kolkata) এসে পৌঁছান মোদি। রাত্রিবাস করেন রাজভবনে। এরপর এদিন যান ফোর্ট উইলিয়ামে। সেখানে যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাড়ে বিজয় দুর্গেই ছিলেন নমো। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সহ আরও অনেকে। মূলত প্রতিরক্ষাক্ষেত্রে রূপান্তর ও পরিবর্তন’ সংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়। আগামী তিনদিন ধরে সেখানে ভারতীয় সেনার লক্ষ্য এবং কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হবে বলে সূত্রের খবর। এরপর বিজয় দুর্গ থেকে বেরিয়ে তিনি রওনা দেন রেসকোর্সের উদ্দেশে। রেসকোর্সে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। এরপর রওনা দেন বিহারের (Bihar) উদ্দেশে।