পশ্চিমবঙ্গের লক্ষাধিক চাকরিপ্রার্থী এসএসসির পরীক্ষায় (SSC Exam) অংশগ্রহণ করেছিলেন। তাঁরা চাকরি পাওয়ার স্বপ্ন নিয়ে দিনের পর দিন ধরে পরিশ্রম এবং তারপর সফলভাবে পরীক্ষা দিয়েছেন। সেই নিয়োগ পরীক্ষার পর ফলপ্রকাশ ও ইন্টারভিউ কবে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফলপ্রকাশ, ইন্টারভিউর তারিখ ঘোষণা করেছেন।
SSC Exam Results 2025
আপনারা যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হয়ে থাকেন, এসএসসির নিয়োগ পরীক্ষার (Teacher Recruitment) রেজাল্ট জানার অপেক্ষায় থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। পরীক্ষা শেষ হবার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন কবে এই পরীক্ষার ফলপ্রকাশ (SSC Exam Results) হবে। শুধু তাই নয়, ইন্টারভিউর সম্ভাব্য সময় সম্পর্কেও জানিয়ে দিলেন তিনি। চাকরিপ্রার্থীরা তাই বুকভরা আশা নিয়ে নিয়োগ নিয়োগ পাওয়ার জন্য দিন গুনছেন।
এসএসসি পরীক্ষার ফলপ্রকাশ হবে কবে?
এসএসসির তরফে জানানো হয়েছে, পুজোর পরে পরীক্ষার ফলপ্রকাশ হবে (SSC Exam Result). আর নভেম্বরে প্রকাশ হবে ইন্টারভিউ প্যানেল। রবিবার এসএসসির পরীক্ষার শেষে একটি সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু জানান, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। আর নভেম্বরে প্রকাশিত হবে ইন্টারভিউ প্যানেল।
আর কী কী জানিয়েছেন শিক্ষামন্ত্রী?
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, দুবছর ধরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে অবশেষে পরীক্ষাটি সম্পন্ন হল। এবার এসএসসির শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার মতো। আর তার মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন মোট ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশের জন্য বসেছেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন চাকরিপ্রার্থী।