সুজিতকে ছাড় ! বিমানবন্দরে সুকান্তর কনভয় আটকাল পুলিশ, কটাক্ষ তৃণমূলের

By Bangla News Dunia Dinesh

Published on:

কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) বিদায় জানাতে গিয়ে ভিভিআইপি জোনে (VVIP Zone) ঢুকতে পারল না কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় (Sukanta Majumdar)। শেষপর্যন্ত পায়ে হেঁটে ভেতরে যেতে হয়েছে তাঁকে। এদিকে, রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে কোনও বাধা না দিয়েই বিমানবন্দরের দরজার সামনে যেতে দেওয়া হয়। আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ সুকান্ত।

সেনা সম্মেলনে যোগ দিতে রবিবার কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার বৈঠক শেষে বিহারের উদ্দেশে রওনা দেন তিনি। তবে তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সেখানে গিয়েছিলেন সুকান্ত মজুমদারও। কিন্তু ভিভিআইপি জোনে সুকান্তর গাড়ি ঢুকতে বাধা দেওয়ায় হেঁটেই ভেতরে যেতে বাধ্য হন তিনি। এরপর প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়ে বিমানবন্দরের বাইরে এসে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন সুকান্ত। তিনি বলেন, ‘রাজ্যের পুলিশ প্রশাসন অগণতান্ত্রিকভাবে কাজ করছে। গতকালও এই চত্বরে সুজিতবাবুর গাড়ি ঢুকেছিল। কিন্তু কেন্দ্রীয় MoS হওয়া সত্ত্বেও আমার গাড়িকে ঢুকতে বাধা দেওয়া হল না। কারণ জিজ্ঞাসা করতেই পুলিশ জানিয়েছে যে, ডিসি ম্যাডাম বারণ করেছেন। কিন্তু কোন এক্তিয়ারে তিনি আমাকে আটকালেন? আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্পিকারের কাছে নোটিস পাঠাব।’

এরপরই বৈষম্যমূলক আচরণ নিয়ে সুকান্ত বলেন, ‘রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনও মন্ত্রীর গাড়িও এখানে ঢুকতে দিতে হবে। যে অফিসার আছেন তাঁকে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, এর শেষ দেখে ছাড়ব। দিল্লিতে গিয়ে কান ধরে ওঠবস করাব।’

এদিকে, সুকান্তের মন্তব্যের পর পালটা জবাব দিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, ‘কে বা কারা প্রধানমন্ত্রীর কাছে যাবে সেটা আগে থেকে জানাতে হয়। লিস্ট অনুযায়ী প্রবেশ করা যায়।’ এরপরই তাঁর কটাক্ষ, ‘আসলে সুকান্ত মজুমদারকে বিজেপি নেতা বলে গণ্য করে না। সেজন্যই তো হাফ মন্ত্রী করে রেখে দিয়েছে।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন