অপারেশন সিঁদুরে খতম মাসুদ আজহারের পরিবার ! অবশেষে স্বীকার জইশের শীর্ষ কমান্ডারের

By Bangla News Dunia Dinesh

Published on:

পহেলগাঁও হামলার জবাবে গত মে মাসে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালিয়েছিল ভারত। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। আর তাতে মৃত্যু হয়েছিল বহু জঙ্গির। সেই তালিকায় ছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad) প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যরাও (Masood Azhar’s family)। তবে ভারতের এই অভিযান চলাকালীন যে বাহাওয়ালপুরে মাসুদ আজহারের পরিবার সম্পূর্ণ খতম হয়ে গিয়েছে, তা এই প্রথমবার স্বীকার করল জইশ।

অপারেশন সিঁদুরে হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে এতদিন চুপ ছিল জইশের সদস্যরা। তবে জঙ্গি সংগঠনের ক্ষতির কথা এবার প্রকাশ্যেই স্বীকার করতে দেখা গিয়েছে জইশের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াসকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ইলিয়াসকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। সেখানেই ইলিয়াস স্বীকার করে বলেন, ‘গত ৭ মে বাহাওয়ালপুরে জইশের সদর ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলা মাসুদ আজহারের পরিবারকে ছিন্নভিন্ন করে দিয়েছে।’

উল্লেখ্য, বাহাওয়ালপুর ছাড়াও আকাশপথে হামলা চালিয়ে আরও আটটি জঙ্গিঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল ভারতীয় সেনা। লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত বাহাওয়ালপুরে হামলায় মাসুদ আজহারের পরিবারের সদস্য ও সহযোগী সহ ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। মৃতদের মধ্যে মাসুদ আজহারের ভাইও ছিলেন। বাহাওয়ালপুরে এই ধ্বংসযজ্ঞের ছবি ধরা পড়েছিল উপগ্রহ চিত্রেও। জইশ প্রধান মাসুদ আজহারও বহু বছর ধরে আত্মগোপন করে রয়েছেন। ভারতে বড় বড় জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী এই আজহারই। গোয়েন্দা সূত্রে খবর, তাকে শেষবার পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান অঞ্চলে দেখা গিয়েছিল। যদিও একথা মানতে নারাজ ইসলামাবাদ। এনিয়ে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছিলেন, আজহারের অবস্থান সম্পর্কে কোনও তথ্য নেই ইসলামাবাদের কাছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন