শাহিদ আফ্রিদি (Shahid Afridi)-র মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রাক্তন এই পাকিস্তানি ক্রিকেটার রাহুল গান্ধি (Rahul Gandhi)-র ভূয়সী প্রশংসা করে বিজেপি সরকারের বিরুদ্ধে ‘হিন্দু-মুসলিম রাজনীতি’র অভিযোগ এনেছেন। আফ্রিদির এই মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধির জন্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, কারণ ভারতে জাতীয়তাবাদী রাজনীতির প্রেক্ষাপটে এমন মন্তব্য প্রায়শই প্রতিপক্ষের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়।
সম্প্রতি একটি পাকিস্তানি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শাহিদ আফ্রিদি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি ‘হিন্দু-মুসলিম কার্ড’ ব্যবহার করে ক্ষমতায় আসে, যা একটি ‘অত্যন্ত বাজে মানসিকতা’। আফ্রিদির মতে, এই ধরনের বিভাজনের রাজনীতি ততদিন চলবে, যতদিন বিজেপি (BJP) ক্ষমতায় থাকবে।
এর বিপরীতে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সম্পর্কে তিনি এক ভিন্ন চিত্র তুলে ধরেন। আফ্রিদি বলেন, রাহুলের মানসিকতা ইতিবাচক এবং তিনি পাকিস্তানের সঙ্গেও আলোচনা শুরু করতে আগ্রহী। আফ্রিদির এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত না মেলানোর ঘটনা নিয়ে বিতর্ক চলছে।
তবে, আফ্রিদির এই ‘প্রশংসা’ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে রাহুল গান্ধির জন্য রাজনৈতিকভাবে পালটা আঘাত হয়ে আসতে পারে। বিশেষত, যখন বিজেপি এবং তার সমর্থকরা জাতীয়তাবাদকে মূল হাতিয়ার করে চলে। আফ্রিদির কাছ থেকে রাহুল গান্ধির প্রশংসা বিজেপিকে নতুন করে আক্রমণের সুযোগ এনে দিয়েছে। বিজেপি নেতারা এই বিষয়টিকে কাজে লাগিয়ে রাহুলকে ‘পাকিস্তান-ঘেঁষা’ বা দেশের স্বার্থের প্রতি উদাসীন প্রমাণ করার চেষ্টা করতে পারে। আসন্ন নির্বাচনগুলোতে এই মন্তব্যকে কেন্দ্র করে রাহুল গান্ধির বিরুদ্ধে প্রচারের ঝড় উঠতে পারে, যা কংগ্রেসের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। ফলে, আফ্রিদির আপাতদৃষ্টিতে ইতিবাচক মন্তব্য শেষ পর্যন্ত রাহুল গান্ধির জন্য রাজনৈতিক সংকটের কারণ হতে পারে।