সেপ্টেম্বরেই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন শরিফ, থাকবেন মুনিরও ! কোন প্রসঙ্গে হবে আলোচনা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

সেপ্টেম্বরেই আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলন (UNGA)। আর এই সম্মেলন চলাকালীনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৈঠকে বসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও (Asim Munir)। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

ওই পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের ভয়াবহ বন্যা, কাতারে ইজ়রায়েলের হামলা একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার বৈঠকে। এছাড়াও ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতির বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ট্রাম্প ও শরিফের বৈঠকে উপস্থিত থাকবেন পাক সেনাপ্রধান। তাঁকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করেছে পাকিস্তান। তারপর থেকেই শরিফের সঙ্গে সব দ্বিপাক্ষিক বৈঠকে দেখা গিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান মুনিরকে। এমনকি গত জুন মাসেও হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুনির।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন