বিহারে বিধানসভা নির্বাচনের পূর্বে বিহারের সরকার নিতীশ কুমার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করল। ঋণের সর্বোচ্চ সিলিং ৪ লক্ষ টাকা, যা সুদমুক্ত। তিনি আজ সকালে নিজস্ব এক্স হ্যান্ডেলে এ কথা বলেন।
বিহার সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর আওতায় উচ্চমাধ্যমিক পাস করা পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য এই সুবিধা পাবেন। এত দিন সাধারণ পড়ুয়াদের জন্য ঋণের ওপর ৪ শতাংশ সুদ এবং মেয়েদের পাশাপাশি শারীরিকভাবে অক্ষম ও তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার পড়ুয়াদের জন্য ১ শতাংশ সুদ ধার্য ছিল। এবার সেটিই পুরোপুরি তুলে দিল বিহার সরকার।
তিনি আরও বলেন, শিক্ষাঋণ শোধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আগে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ পরিশোধ করতে হতো পাঁচ বছরের সময় ছিলো, এখন সেই সময় বেড়ে সাত বছর। আর দুই লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে শোধের মেয়াদ আগে ছিল সাত বছর, সেটি বাড়িয়ে করা হয়েছে পুরো দশ বছর। এছাড়াও তিনি জানান ২০১৬ সালে বিহারে এ প্রকল্প চালু হয়। ঋণের অর্থ সংশ্লিষ্ট পড়ুয়ারা সর্ব্বোচ ১২০ টি মাসিক কিস্তিতেও পরিশোধ করতে পারে।