নেপালের মন্ত্রীসভায় আরও ৩ বিধ্বস্ত ভবন, তাঁবুতেই সুপ্রিম শুনানি

By Bangla News Dunia Dinesh

Published on:

জেন জেড আন্দোলনকারীদের অনুরোধে নেপালের(Nepal) অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তবে বিক্ষোভ আন্দোলনের চিহ্ন এখনও রয়ে গিয়েছে কাঠমান্ডুতে। বিক্ষোভকারীদের তাণ্ডবে লন্ডভন্ড বহু সরকারি দপ্তর। আগুনে পুড়ে গিয়েছে পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাড়ি। বিক্ষোভের আঁচ থেকে বাদ যায়নি সুপ্রিম কোর্টও। পুড়ে যাওয়া ভবনটি আপাতত ব্যবহারযোগ্যতা হারিয়েছে। তাই সোমবার সেই ভবনের সামনেই তাঁবু খাটিয়ে শুরু হয়েছে শীর্ষ আদালতের কাজ। কার্যত খোলা আকাশের নীচেই একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলেছে।

তবে মামলা চালাতে গিয়ে সমস্যায় পড়েছেন বিচারপতি, আদালত কর্মী ও মামলাকারীরা। কারণ, সুপ্রিম কোর্ট ভবনের সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ৬২ হাজার নথি। নষ্ট হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ রেকর্ড। ফলে পুরোদমে আদালতের কাজকর্ম শুরু হতে কয়েকমাস সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে হামলার কড়া নিন্দা করেছেন প্রধান বিচারপতি প্রকাশমান সিং রাউত। একইসঙ্গে তাঁর আশ্বাস, ‘অবস্থা যাই হোক না কেন আমরা ন্যায়ের পথে চলব। আদালতের কাজ বন্ধ হবে না।’

আন্দোলনকারীদের একাংশের হিংসাত্মক মনোভাবের জন্য সোমবার প্রধানমন্ত্রী কার্কির কাছে ক্ষমা চেয়েছেন জেন জেড নেতারা। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর হিংসায় প্ররোচনা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ঘোষণা করেন কার্কি। তারপর জেন ডেজ নেতৃত্বের তরফে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন মন্ত্রীসভা সম্প্রসারণ করেছেন কার্কি। ৩ জনকে মন্ত্রীপদের শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েল। এর ফলে অন্তর্বর্তী সরকারে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্ত্রীর সংখ্যা বেড়ে ৪ হল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাক্তন প্রধান কুলমান ঘিসিংকে জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। রামেশ্বর খানালকে দেওয়া হয়েছে অর্থমন্ত্রকের ভার। ওমপ্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এদিকে জেন জেড আন্দোলনের সুযোগে জেল ভেঙে পালানো কয়েদিদের ধরতে বিশেষ অভিযানের প্রস্তুতি শুরু করেছে নেপালের(Nepal)সেনা-পুলিশ। এই ধরনের অন্তত ৭৯ জন বন্দির সীমান্তের বিভিন্ন চেক পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ানরা ধরে ফেলেছেন। তাদের মধ্যে দুই নাইজিরীয়, একজন ব্রাজিলীয় এবং একজন বাংলাদেশি।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন