‘দুর্দান্ত কাজ করছেন’, জন্মদিনে মোদিকে শুভেচ্ছা জানিয়ে ফোন ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতের ওপর চড়া হারে বাণিজ্যিক শুল্ক লাগু করার পর থেকে দুই রাষ্ট্রনেতার মধ্যে এটি প্রথম ফোনালাপ। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন ‘একটু আগেই আমার বন্ধু নরেন্দ্র মোদির সঙ্গে কথা হলো, আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি খুব ভালো কাজ করছেন। ধন্যবাদ নরেন্দ্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার ভূমিকাকে সমর্থন জানানোর জন্য।’

প্রায় সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যমে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন, ‘আমার ৭৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফোন করার জন্য জন্য বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। আপনার মত আমিও ভারত আমেরিকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা পূর্ণ সমর্থন জানাই।’

উল্লেখ্য, সম্প্রতি ভারতের ওপর আমেরিকা সব মিলিয়ে ৫০ শতাংশ শুল্ক জারি করেছে। তার মধ্যে রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা বাবদ ২৫ শতাংশ শুল্ক রয়েছে। ওয়াশিংটনের তরফে এই সিদ্ধান্তের পর ভারত মার্কিন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি বেজিংয়ে এসসিও সম্মেলনে যোগ দিয়ে রাশিয়া ও চিনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দেয় নয়াদিল্লি। পুতিন ও জিনপিংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ এশিয়ায় নতুন করে আমেরিকা বিরোধী অক্ষ তৈরীর সম্ভাবনা দেখা দেয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা, এতেই খানিকটা চাপে পড়ে যান ট্রাম্প। কার্যত এর পরই কিছুটা সুর নরম করতে থাকে আমেরিকা। উল্লেখ্য, গতকালই নয়াদিল্লিতে নতুন করে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে দুপক্ষের তরফেই ইঙ্গিত মিলেছে। তারপরই ডোনাল্ড ট্রাম্পের এই ফোন দু’দেশের সম্পর্ককে আরো সহজ করে নেওয়ার পক্ষে নতুন ধাপ বলেই মনে করা হচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন