প্রত্যেক মাসে ১০০০ টাকা অ্যাকাউন্টে পাঠাচ্ছে রাজ্য সরকার ! বাড়ি বসে আবেদন পদ্ধতি জেনে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসী সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এগুলির মধ্যে  উল্লেখযোগ্য একটি প্রকল্প বার্ধক্য ভাতা (Old Age Pension). এই প্রকল্পের সুবিধা পাবেন নারী, পুরুষ সকলেই। প্রতিমাসে রাজ্য সরকার ১০০০ টাকা পাঠাবে ব্যাংক একাউন্টে। আপনারা যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাঁরা আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন। সমস্ত ডিটেইলস রইল আপনার সুবিধার্থে।

Old Age Pension Scheme 2025

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পটি বার্ধক্য ভাতা প্রকল্প (Old Age Pension) নামে পরিচিত। রাজ্যে বসবাসকারী নাগরিকদের মধ্যে  যাদের বয়স ৬০ বছর অতিক্রম করেছে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককেই বার্ধক্য ভাতা প্রকল্পের (Old Age Pension) সুবিধা দেওয়া হবে।

প্রতিমাসে তাঁদের একাউন্টে ১০০০ টাকা পাঠাবে সরকার। বয়স্ক মানুষদের যাতে কোন আর্থিক অসুবিধা না হয়, তাঁরা যাতে স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারেন, তার জন্য সরকার এই প্রকল্প চালু করেছে। সরকারি তরফে ১০০০ টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় উপভোক্তাদের ব্যাংক একাউন্টে।

Old Age Pension Scheme Eligibility

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারের তরফে যোগ্যতার মাপকাঠি ঠিক করে দেওয়া হয়েছে। আসুন তবে দেখে নেওয়া যাক।

  • উপভোক্তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে।
  • উপভোক্তার বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে।
  • আবেদনকারী ব্যক্তির কোন স্থায়ী আয় বা পেনশনের সুবিধা থাকলে তিনি প্রকল্পের সুবিধা পাবেন না।
  • ব্যক্তির পরিবারে যদি কেউ উপার্জনক্ষম না হন, তবে সেই ব্যক্তি অগ্রাধিকার পাবেন।
  • এই প্রকল্পের সুবিধা পেতে হলে কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোন পেনশন প্রকল্পে নাম নথিভুক্ত থাকা চলবেনা।

Old Age Pension Scheme Application

বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করতে হলে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে বিডিও অফিস/পঞ্চায়েত অফিস/উপজেলা সমাজ কল্যাণ দপ্তর/কমন সার্ভিস সেন্টারে। আর সেখান থেকে নিজের আবেদনপত্র সংগ্রহ করে আসতে হবে। তারপর প্রয়োজনীয় নথি সহোকারে সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।

এছাড়া অনলাইনেও আবেদন জমা করা যায়। তার জন্য West Bengal Social Welfare Department এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে নিজ আবেদনপত্র সাবমিট করুন।

Important Documents For Application

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে লাগবে-

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ডিজিটাল রেশন কার্ড
  • প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ব্যাংকের পাসবুক
  • অ্যাকাউন্ট ডিটেলস।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন