“অনুপ্রেরণার উৎস’, মোদিকে জন্মদিনের শুভেচ্ছা মেলোনির

By Bangla News Dunia Dinesh

Published on:

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন (PM Narendra Modi)। সকাল থেকেই মোদিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা। এবার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা (Birthday wish) জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও (Italy PM Giorgia Meloni)। তিনি প্রশংসা করে মোদিকে ‘অনুপ্রেরণার উৎস’ বলেছেন।

বুধবার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে দুজনের একসঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেছেন ইতালির প্রধানমন্ত্রী। ছবিতে দেখা যাচ্ছে, মেলোনির বাঁদিকে দাঁড়িয়ে রয়েছেন মোদি। দুজনেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। সেই সঙ্গে মেলোনি লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা। তাঁর শক্তি, দৃঢ়তা এবং লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনুপ্রেরণার উৎস। বন্ধুত্ব এবং সম্মানের সঙ্গে আমি তাঁর সুস্বাস্থ্য এবং শক্তি কামনা করি। যাতে তিনি ভারতকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারেন।’

এদিন মেলোনি ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মোদিকে ফোন করে জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানান। তারপর ট্রুথ সোশ্যালেও লেখেন, ‘‘একটু আগেই আমার বন্ধু নরেন্দ্র মোদির সঙ্গে কথা হলো, আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি খুব ভালো কাজ করছেন। ধন্যবাদ নরেন্দ্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার ভূমিকাকে সমর্থন জানানোর জন্য।’ জন্মদিনের শুভেচ্ছার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন মোদি। এছাড়াও প্রধানমন্ত্রী মোদিকে ‘বন্ধু’ বলে অভিহিত করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লিখেছেন, ‘ভারতের সঙ্গে একটি শক্তিশালী বন্ধন ভাগ করে নিতে পেরে তিনি গর্বিত।’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এক্স হ্যান্ডেলের একটি ভিডিওবার্তার মাধ্যমে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন