পুজোর আগেও দুর্যোগ অব্যাহত ! উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা, দক্ষিণেও চলবে ঝড়-বৃষ্টি

By Bangla News Dunia Dinesh

Published on:

পুজোর আগেও দুর্যোগ অব্যাহত বঙ্গজুড়ে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গেও (Weather Update)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

অন্যদিকে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবারও দুর্যোগ চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন