শরিফ-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা !

By Bangla News Dunia Dinesh

Published on:

আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাষণ দেওয়ার কথা। অধিবেশনের ফাঁকে শরিফের সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। সেখানে থাকবেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। সম্ভবত ২৫ সেপ্টেম্বর সেই বৈঠক হতে পারে।

ইন্টার সার্ভিসেস জনসংযোগ দপ্তর (আইএসপিআর) কিংবা ওয়াশিংটনের পাক দূতাবাসের পক্ষ থেকে কিন্তু আসন্ন পাক-মার্কিন বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।
অপারেশন সিঁদুরের পর উপমহাদেশের ভূ-রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে। কয়েক মাস আগে পাক সেনাপ্রধানকে আমন্ত্রণ জানিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প(Donald Trump)। সাধারণত কোনও দেশ বা সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। মুনির কোনওটাই নন। এই নিয়ে পাকিস্তানের সঙ্গে ট্রাম্প দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছেন।

সূত্রের খবর, পাকিস্তানের বন্যা, কাতারের ওপর ইজরায়েলের হামলা নিয়ে আলোচনা হতে পারে দুই নেতার। ভারত-পাক কূটনৈতিক সমস্যা সমাধানের পথও খোঁজা হতে পারে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন