Salary Hike: পুজোর মুখে বড় উপহার! অস্থায়ী কর্মীদের ৫০০ টাকা বেতন বৃদ্ধি ঘোষণা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Salary Hike: পুজোর ঠিক আগেই খুশির হাওয়া হাওড়া পৌরনিগমে। প্রায় ১৫০০ অস্থায়ী কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা কর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। এই সিদ্ধান্তটি পৌরনিগমের কর্মীদের আর্থিক সুরক্ষাকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। আসুন, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সূচীপত্র

বেতন বৃদ্ধির পরিমাণ ও কার্যকারিতা

হাওড়া পৌরনিগমের তরফে জানানো হয়েছে যে প্রতিটি অস্থায়ী কর্মীর মাসিক বেতন ৫০০ টাকা করে বাড়ানো হবে। এই বেতন বৃদ্ধি আগামী ১৬ই অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। যদিও কর্মীরা বর্ধিত বেতনের টাকা পুজোর আগে হাতে পাচ্ছেন না, তবে এই ঘোষণা উৎসবের মরসুমে তাদের জন্য একটি বড় উপহার। এই সিদ্ধান্তের ফলে পৌরনিগমের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় এক কোটি টাকা খরচ হবে। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা কর্মীদের প্রতি কর্তৃপক্ষের দায়বদ্ধতার পরিচয় দেয়।

আর্থিক সহায়তা ও অতীত পদক্ষেপ

গত চার বছরে এই নিয়ে তৃতীয়বার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো। এর আগে দুটি ধাপে মোট ১৫০০ টাকা (১০০০ টাকা ও ৫০০ টাকা) বেতন বাড়ানো হয়েছিল। বর্তমান ৫০০ টাকা বৃদ্ধির ফলে মোট বেতন বৃদ্ধির পরিমাণ দাঁড়ালো ২০০০ টাকায়। এটি প্রমাণ করে যে পৌরনিগম তার কর্মীদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। বিভিন্ন অস্থায়ী কর্মীর বেতনের কাঠামো ভিন্ন ভিন্ন হওয়ায়, এই বৃদ্ধি সকলের জন্যই একটি স্বাগত পদক্ষেপ।

সাফাই কর্মীদের জন্য বকেয়া প্রদান

বেতন বৃদ্ধির পাশাপাশি আরও একটি বড় ঘোষণা করা হয়েছে। পৌরনিগমের প্রায় ১১০০ জন সাফাই কর্মীর জন্য সুখবর রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তাদের যে বকেয়া টাকা বাকি ছিল, তা পুজোর আগেই মিটিয়ে দেওয়া হবে। এর জন্য পৌরনিগম প্রায় ৩১ লক্ষ টাকা খরচ করছে। উৎসবের আগে এই বকেয়া টাকা হাতে পাওয়ায় সাফাই কর্মীদের পরিবারে স্বচ্ছলতা আসবে এবং তারা উৎসবের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারবেন।

মূল বিষয়গুলি একনজরে

  • উপকৃত কর্মীর সংখ্যা: প্রায় ১৫০০ জন অস্থায়ী কর্মী।
  • বেতন বৃদ্ধির পরিমাণ: মাসিক ৫০০ টাকা।
  • কার্যকরের তারিখ: ১৬ই অক্টোবর থেকে।
  • সাফাই কর্মীদের জন্য: ১১০০ জন কর্মীকে জানুয়ারি-জুন মাসের বকেয়া প্রদান করা হবে।
  • পৌরনিগমের মোট খরচ: বেতন বৃদ্ধিতে বছরে প্রায় ১ কোটি টাকা এবং বকেয়া মেটাতে ৩১ লক্ষ টাকা।

এই বেতন বৃদ্ধি ও বকেয়া প্রদানের সিদ্ধান্তটি হাওড়া পৌরনিগমের অস্থায়ী কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে। উৎসবের প্রাক্কালে এই ধরনের ঘোষণা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি কর্মীদের কাজের প্রতি আরও বেশি উৎসাহিত করবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন