CM Mamata Banerjee | দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু, সিইএসসি’কে দুষলেন মমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই মৃত্যুর জন্য বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থা সিইএসসি’কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেছেন, ‘এর দায় সিইএসসি’কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক।’ ওই সংস্থাকে তোপ দেগে মমতা বলেন, ‘এখানে ব্যবসা করছে। আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে। এখানে সেসব করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।’

এখন পর্যন্ত দুর্যোগে সাত-আটজনের মৃত্যুর খবর মিলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি মৃতদের পরিবারের পাশে থাকবেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার বিষয়ে তিনি সিইএসসি-র কাছে দাবি জানিয়েছেন। যদিও এখন পর্যন্ত এবিষয়ে সিইএসসি’র প্রতিক্রিয়া মেলেনি।

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা। উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র এক পরিস্থিতি। বহু বাড়িতে ঢুকে গিয়েছে জল। রেললাইনে জল জমে ব্যাহত ট্রেন পরিষেবা। মঙ্গলবারও দিনভর আকাশ মেঘলা থাকবে। ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হলে পুজোর আগে পরিস্থিতি আরও খারাপ হবে। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘পুরকর্মীরা কাজ করছেন। যা পরিস্থিতি তাতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগবে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এমন বৃষ্টি কখনও দেখিনি। শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত-আট জন মারা গিয়েছেন। এত মানুষ প্রাণ হারালেন, এটা দুর্ভাগ্যজনক। সিইএসসি’কে তাঁদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আমি এটা পরিষ্কার বলে দিচ্ছি। আমরাও দেখছি কতটা কী করা যায়।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন