ভাগীরথী নদীতে ভাসছে পানশালা কর্মীর দেহ! চাঞ্চল্য মুর্শিদাবাদে

By Bangla News Dunia Dinesh

Published on:

জঙ্গিপুর: ভাগীরথী নদীতে ভাসছে অভিজাত পানশালা কর্মীর দেহ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের জঙ্গিপুর (Jangipur) এলাকায়।

মৃত পানশালা কর্মীর নাম রনিত পাল। ভিন জেলার বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে জঙ্গিপুরে থাকতেন। মাত্র একদিন আগে বন্ধু-বান্ধবের সঙ্গে শেষবারের মতো তাকে ভাগীরথী নদীঘাট এলাকায় দেখা গিয়েছিল ঘোরাফেরা করতে। তারপর প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তার দেহ নদীতে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি পুলিশকে (Police) জানানো হলে ডুবুরি এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এলাকার অভিজাত পানশালায় কর্মরত ব্যক্তির কীভাবে মৃত্যু হল, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন