CM Mamata Banerjee | জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, বড় ঘোষণা মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। রাজ্যের তরফে ২ লক্ষ টাকা এবং সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাস দিলেন তিনি। বুধবার ভবানীপুরে এক পুজোর উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনটা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সোমবার রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার (Kolkata) বিস্তীর্ণ অংশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একাধিক জনের। এই ঘটনায় আগেই দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। এরপর দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করলেন মমতা। তিনি বলেন, ‘মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেছি। তবে তারা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।’

কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে মমতা জানান, পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। এদিন ফের কেন্দ্রকে নিশানা করেন তিনি। বলেন, ‘ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্যারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার।’ তবে পুরসভা খুব ভালো কাজ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন