উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোটা বিশ্বে তখন মরণ কামড় দিচ্ছিল করোনা। ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে কোভিড টিকাকরণের তোড়জোড় চলছে দেশে দেশে। আমেরিকায় তখন প্রথমবার প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্পের(Donald trump) মেয়াদ শেষের পথে। বিদায়ি প্রেসিডেন্ট দাবি করেন, কোভিড টিকা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। গবেষণায় অবশ্য ট্রাম্পের দাবির সমর্থন মেলেনি।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান নিয়ে তাঁর নয়া তত্ত্ব চিকিৎসক, গবেষক, বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। তবে ট্রাম্প একা নন, এবার তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আমেরিকার স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়ার। সম্পর্কে তিনি আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগ্নে। তাঁর ও ট্রাম্পের(Donald trump) জোড়া দাবি বিতর্কের ঝড় তুলেছে।
সোমবার তিনি দাবি করেন, গর্ভবতী মায়েদের টাইলেনল জাতীয় ওষুধ গ্রহণ নাকি গর্ভস্থ শিশুদের মধ্যে অটিজমের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ভারতে টাইলেনল প্যারাসিটামল নামে পরিচিত। ভারত সহ বহু দেশে এই ওষুধের বিপুল জনপ্রিয়তা রয়েছে। আমেরিকার টাইলেনল উৎপাদনকারী ওষুধ সংস্থাগুলি অবশ্য এটির এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে। ট্রাম্পও নিজের দাবির পক্ষে কোনও তথ্য-প্রমাণ দাখিল করেননি। মাত্র ৫ মাসে আমেরিকাকে অটিজম মুক্ত করার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, ‘সেপ্টেম্বরের মধ্যে আমরা জানতে পারব যে অটিজম মহামারির কারণ কী এবং আমরা সেই কারণগুলি নির্মূল করতে সক্ষম হব।’ সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের তাঁর পরামর্শ, ‘আপনারা টাইলেনল খাবেন না। শিশুর জন্মের পর তাকেও এই ওষুধ দেবেন না।’
টাইলেনলেই শেষ নয়, শিশুদের অন্যান্য টিকার কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন ট্রাম্প। মাম্পস, হাম, রুবেলা, হেপাটাইটিস বি টিকার ব্যবহার বন্ধ করার পক্ষে জোরদার সওয়াল করেছেন। শিশুদের টিকাকরণ কর্মসূচি পুনর্গঠনের কথাও বলেছেন তিনি। ট্রাম্প এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করলে শিশু স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিন ওভাল অফিসে বক্তব্য পেশের সময় তাঁর পাশে ছিলেন স্বাস্থ্যসচিব কেনেডি জুনিয়ার এবং বিশেষজ্ঞ মেহমেত ওজকে।
ট্রাম্পের বয়ান জারির কয়েক ঘণ্টার মধ্যে বিস্ফোরণ ঘটান কেনেডি জুনিয়ার। তাঁর দাবি, কাঁচা দুধ খেলে কোনও শারীরিক সমস্যা হয় না। তিনি নিজে সবসময় না ফোটানো (অ-পাস্তুরিত) দুধ পান করেন। যদিও আমেরিকারই ফুড অ্যান্ড ড্রাগস অথরিটি তাদের নির্দেশিকায় স্পষ্ট বলেছে, ‘কাঁচা দুধে সালমোনেলা, ই কোলাই, লিস্টেরিয়া, ক্যাম্পাইলোব্যাক্টর এবং অন্যান্য বিপজ্জনক জীবাণু থাকতে পারে যা খাদ্যজনিত অসুস্থতার কারণ হয়।’ সেখানে আরও বলা হয়েছে, গোরু, ভেড়া, ছাগল এবং অন্যান্য গবাদি পশুর কাঁচা দুধ তাদের শাবকদের পক্ষে নিরাপদ হলেও মানুষের ক্ষেত্রে নয়। বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা ক্যানসার ও এইডস আক্রান্তরা কাঁচা দুধ খেলে ব্যাকটিরিয়া ঘটিত অসুখে পড়তে পারেন।
কেনেডি জুনিয়ার চিলড্রেন’স হেলথ ডিফেন্স নামে একটি টিকাকরণ বিরোধী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা। তবে আমেরিকার স্বাস্থ্যসচিব পদে থাকাকালীন তাঁর কাঁচা দুধ পানের পক্ষে সওয়াল নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
Donald trump | গর্ভাবস্থায় প্যারাসিটামলে বিপদ! ট্রাম্প, কেনেডির দাবিতে অবাক বিশেষজ্ঞরা
Published on:

