Drone Attack | ইজরায়েলে ড্রোন হামলা ইয়েমেনের হুথি বাহিনীর, আহত ২০

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের অক্টোবরে গাজায় (Gaza) সংঘর্ষ শুরুর পর ইজরায়েলের (Israel) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল হুথি। ধারাবাহিক ভাবে ক্ষেপণাস্ত্র হানার পরে এবার ইজরায়েলের ওপর ড্রোন হামলা চালাল হুথি।

বুধবার ইরানের মদতপুষ্ট ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায় দক্ষিণ ইজরায়েলের এইলাত শহরে। এতে ২০ জনের মত আহত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার (Benjamin Netanyahu’s government)। অগাস্টে ইয়েমেনের রাজধানী সানায় ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছিল হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবির। তার পর থেকে তারা ইজরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে।

পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বাহিনী চলতি বছরের শুরু থেকে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। অপরদিকে সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানা সহ উত্তর ইয়েমেনের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

গত বছর ডিসেম্বরে হুথি বাহিনী ইজরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন-২ দিয়ে হামলা চালিয়েছিল। ইজরায়েলও তারপর থেকে ইয়েমেনে হামলা চালাচ্ছে। কিন্তু হুথি বাহিনী কোনও ভাবেই সমঝোতার রাস্তায় হাঁটবে না বলে জানিয়ে দিয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন