উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন (US) নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে তেল (Russian oil) কেনা জারি রেখেছে ভারত (India)। কিন্তু এই বিষয়টি নিয়ে ভারতকে পুনর্বিবেচনার আহ্বান জানালেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট (US Energy Secretary Chris Wright)। তাঁর মতে, নয়াদিল্লির কাছে প্রচুর বিকল্প রয়েছে। তাই রাশিয়ার থেকে তেল কেনার কোনও প্রয়োজনই নেই ভারতের।
সম্প্রতি নিউইয়র্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাইট। সেখানেই তিনি জানান, রাশিয়ার থেকে তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যই অর্থায়ন করছে ভারত। রাইটের কথায়, ‘আমরা ভারতকে শাস্তি দিতে চাই না। ভারত পৃথিবীর যে কোনও দেশ থেকে তেল কিনতে পারে, কিন্তু শুধু রাশিয়ার থেকে নয়। এটাই আমাদের অবস্থান। আমেরিকারও তেল বিক্রি করার ক্ষমতা আছে, অন্য দেশগুলিরও আছে।’
এরপরই রাইটের যুক্তি, অন্য দেশের তুলনায় সস্তা বলেই ভারত রাশিয়ার থেকে তেল কেনে। তিনি বলেন, ‘বিশ্বে প্রচুর তেল রপ্তানিকারক রয়েছে। তাই ভারতের রাশিয়ার থেকে তেল কেনার প্রয়োজন নেই। ভারত রাশিয়ার থেকে তেল কেনে কারণ এটি সস্তা। কেউ রাশিয়ার থেকে তেল কিনতে চায় না। তাই এটি ছাড়ে বিক্রি করতে বাধ্য হয় মস্কো।’
তবে ভারতকে ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেছেন রাইট। তিনি মনে করেন যে, ওয়াশিংটনের মতো নয়াদিল্লিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চায়। তিনি এও জানান যে, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পারমাণবিক শক্তি সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী আমেরিকা। যদিও নয়াদিল্লি আগেই স্পষ্ট করে দিয়েছে যে, ভারতের জ্বালানি কৌশল জাতীয় স্বার্থ এবং বাজারের গতিশীলতার উপরই নির্ভর করে।