Marijuana Seized | মাদক পাচারে মহিলা সিন্ডিকেট! রঘুনাথগঞ্জে ৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২

By Bangla News Dunia Dinesh

Published on:

রঘুনাথগঞ্জ: মহিলাদের মাধ্যমে মাদক পাচারের ছক! বৃহস্পতিবার মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ (Raghunathganj) থেকে ৫ কেজি গাঁজা (Marijuana Seized) সহ গ্রেপ্তার করা হল ২ মহিলাকে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে এই দুই মহিলাকে পাকড়াও করে। তল্লাশি চালাতে ব্যাগের আড়ালে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নানা বেআইনি কার্যকলাপ সহ মাদক পাচারের সঙ্গে যুক্ত এই দুই মহিলা। এদিন কোচবিহার থেকে গোপনে প্যাকেটবন্দি গাঁজা মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছিল। এই কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন