Pakistani intruder | ফের জম্মুতে গ্রেপ্তার পাকিস্তানি অনুপ্রবেশকারী, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জম্মুর আরএস পুরা সেক্টরে (RS Pura sector) আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার ফের এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। চলতি মাসে ওই এলাকা থেকে এই নিয়ে দ্বিতীয়বার কোনও পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হল।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন বিএসএফ কর্মীরা এক ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করতে দেখেন। এরপর সেই ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির কাছ থেকে কোনও আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়নি। তবে কী কারণে সে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করেছিল, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর আরএস পুরা সেক্টর থেকে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সারগোদার বাসিন্দা সিরাজ খান নামের এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। সেইসময় ওই অনুপ্রবেশকারী সেনাকে লক্ষ্য করে গুলি চালালে ভারতীয় সেনার তরফে পালটা কয়েক রাউন্ড গুলি চালানো হয়। শেষপর্যন্ত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই অনুপ্রবেশকারীকে। সেসময় তার কাছ থেকে বেশকিছু পাকিস্তানি মুদ্রাও উদ্ধার করা হয়েছিল।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন