উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মূলত পুজো উদ্বোধনে কলকাতা এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এছাড়াও তাঁর আরও অনেক কর্মসূচি রয়েছে। তার আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অমিত শা (Home Minister Amit Shah)।
বৈঠকে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) সহ অনেকেই। রাজ্যে বিজেপির সংগঠন নিয়ে ওই বৈঠকটি হয়েছে। নিউটাউনে যে হোটেলে অমিত শা থাকছেন, সেখানেই বৈঠকটি হয়।
দুর্গাপুজোর আবহে সেজে উঠেছে মহানগরী। তৃতীয়ার রাতেই কলকাতায় পা রেখেছেন অমিত শা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রাহুল সিনহা।
শুক্রবার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে অমিত শাহের। সকালে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন। এই পুজোর আয়োজন রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সেখানে এবার থিম হিসাবে তুলে ধরা হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
এরপর অমিত শা দক্ষিণ কলকাতার কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়ে সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (EZCC) বিজেপি সমর্থিত পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের পুজো উদ্বোধন করবেন।