আসানসোল: বুধবার রাতের অন্ধকারে বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধির আবক্ষ মূর্তি ভাঙচুর করে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে ‘পুলিশ কমিশনার বা সিপি অফিস চলো’ নামে এক অভিযানের ডাক দেওয়া হয়। মিছিল শেষে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী তীব্র নিন্দা করে বলেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত বা যারা দুষ্কৃতীদের মদত দিয়েছে তাদের সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া উচিত।’
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি চন্ডী চট্টোপাধ্যায়, শশী দুবে, জেলা সেবাদলের চেয়ারম্যান সাহাবুদ্দিন রাজু, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার, প্রদেশ কংগ্রেস সম্পাদক গনেশ রায়, প্রদেশ সদস্য উত্তম কুমার রায়, বিশ্বনাথ যাদব, বিভিন্ন ব্লক কংগ্রেস সভাপতি যথাক্রমে সুকান্ত দাস, প্রেম নারায়ণ সিং, রবীন মিশ্র, পরিতোষ বাউরি, শা আলম, আসানসোল পুরনিগমের কাউন্সিলার এস এম মুস্তাফা , যুব কংগ্রেস নেতা শৌভিক মুখোপাধ্যায় সহ কংগ্রেস (Congress) কর্মী ও সমর্থকরা।